//যা ভাঙে ভাঙুক, মন না ভাঙুক//


ভেঙে যেতে পারে কাঁচের জিনিস
কাঁচ ভঙ্গুর, তাই
যা যা নয় ভঙ্গুর প্রকৃতির
তাও ভেঙে যায়, ভাই।


কাঁচ ভঙ্গুর, তার ব্যবহারে
হতে হবে সাবধান
যুগ যুগ ধরে কাঁচের জিনিস
ভাঙেনি, বহু প্রমাণ।


ভাঙতে দেখেছি প্রায় সবকিছু
বলব কি ভঙ্গুর!
বলতে পারিনা, কেন তাও জানি
এ যে সমাজের দস্তুর।


সহজে ভাঙলে, বলি ভঙ্গুর
তা না হলে বলি পোক্ত
এটাই তো চল সব সংসারে
এক মতে সব যুক্ত।


মজবুত বাড়ী ভাঙে হুড়মুড়
ভাঙে গাড়ী, ভাঙে সেতু
যেটা কোনোদিন ভাঙবে না ভাবি
ভেঙে গেলে খুঁজি হেতু।


কতকিছু আছে চোখের আড়ালে
বন্ধুত্ব সম্পর্ক
এসবের নেই কোনো রূপরেখা
ভেঙে গিয়ে হয় তর্ক।


কী যে গড়া হলো, আর কী ভাঙল
সবই ক্ষণিকের দুঃখ
মন যদি ভেঙে যায় একবার
জীবন হবেই রুক্ষ।


না ভাঙুক কিছু, তাই তো ইচ্ছা
কিন্তু সে গুড়ে বালি
যা ভাঙে ভাঙুক, মন না ভাঙুক
হবে না জীবন খালি।


সুবীর সেনগুপ্ত