//যা করার করো//


না শুনে শোনা যে কী করেই হবে!
শুনলেই হবে শোনা
না শুনে শোনার দাবী কি ন্যায্য!
ভুল নির্ভুল জানিনা।


না বলে বলাও হতেই পারে না
বললেই হবে বলা
না বলে বলার কথা উঠে এলে
বলা হবে ছলাকলা।


না কিনে কেনাও হয় না হয় না
কিনলেই হয় কেনা
না কিনে কেনার হিসাব দেখালে
এ তো চুরি সে তো জানা।


না গুনে গোনাও হবে না হবে না
গুনলেই হবে গোনা
না গুনে গোনার অনুভবে গেলে
সেই অনুভব কানা।


না লিখে লেখাও হয়না কখনো
লিখলেই হবে লেখা
না লিখে লেখার যশ নিতে গেলে
যশ হয়ে যাবে ধোঁকা।


জানিনা, তবুও বলেই যাচ্ছি
জানি আমি সব জানি
না জেনে জানার ভণিতা করেই
মান হারিয়েছি, মানি।


না করে কি করা যায় কোনো কাজ!
করলেই, হবে করা
না করে করার দাবী করে করে
পড়ে গেছি আমি ধরা।


দেখিনি তাই তো দেখাও হবে না
দেখলেই হবে দেখা
ছবি দেখে দেখা হতেও তো পারে
দাবী যায় নাকি রোখা!


সবকিছু না না করতে থাকলে
হবেই জীবন নকল
নকল বাঁচানো অতি সোজা কাজ
ধরলেই হয় আসল।


সুবীর সেনগুপ্ত