//যা নিয়ে এসেছি, তাই নিয়ে যাব//


যা নিয়ে আসিনি, সব ছেড়ে যাব
যা নিয়ে এসেছি, সব নিয়ে যাব
আসবার পরে যা কিছু গড়েছি
যাওয়ার সময় সব ভুলে যাব।


জীবন জীবন জীবন স্বপন
জাগ্রত প্রাণে স্বপন আপন
নীদ্রাতে প্রাণ স্বপ্নের তান
নীদ্রা ভঙ্গে বাস্তবে মন।


নানাপ্রকারের বিষয়ের সাথে
সময়ের গতি দিবসে নিশীথে
সৃষ্টি রচনা আর উৎপাদন
ব্যক্তির মন অনুরুক্তিতে।


নিশ্চিত ধারা হোক জীবনের
এই অভিপ্রায় সকল মনের
স্পষ্ট ভাবনা লাভ অর্জনে
প্রকৃত সত্য হয় দুঃখের।


যা ছিল আমার উপক্রমণিকা
তা দিয়ে হয়না পরিসমাপ্তি
কিছু রূপান্তর আকৃতিতেই
পাল্টাবে না সেই উৎপত্তি।


দর্পণ, শুধু দেখতে কি মুখ!
দর্পণে চেয়ে, মুখ কি বিমুখ!
আছে ছায়া, সাথে উপচ্ছায়াও
দুটোর থেকে কি এসে যাবে সুখ!


উপনীত হওয়া, তারপরে যাওয়া
মাঝের সময়ে চাওয়া আর পাওয়া
ব্যতিরেকে আছে কিছু কিছু দেওয়া
চাওয়া পাওয়া দেওয়া সব হয় হাওয়া।


সুবীর সেনগুপ্ত