জানায় মানে আনছি কোথায়!
।।সুবীর সেনগুপ্ত।।


প্রত্যেকদিন বইছে হাওয়া
গাছের পাতা উঠছে নড়ে...
প্রত্যেকদিন উঠছে তারা
কজন দ্যাখে তাকিয়ে দূরে!


প্রত্যেকদিন বসছে বাজার
সবাই কিন্তু কিনছে না...
প্রত্যেকদিন চলছেও ট্রেন
সবাই যাত্রী হচ্ছে না।


প্রত্যেকদিন খাচ্ছি অনেক
কেউ তো থাকছে অভুক্ত...
প্রত্যেকদিন শুনছি কথা
বললেই বেশী, বিরক্ত।


প্রত্যেকদিন আসছে সকাল
সকাল নিয়ে ভাবছি না...
সকাল হলেই আহার পাবো
এই ভাবনা ছাড়ছি না।


প্রত্যেকদিন ডাকছে পাখী
কজন সে ডাক শুনতে পায়...
প্রত্যেকদিন সবাই ব্যস্ত
ব্যস্ততাতেই জীবন ধায়।


প্রত্যেকদিন আসছে কাগজ
কজন পড়ে সব খবর...
প্রত্যেকদিন শুনছিও গান
গানের কথার নেই অসর।


প্রত্যেকদিন উঠছে তপন
চাইছি আলো, তাপ তো নয়...
প্রত্যেকদিন আসছে নিশীথ
নিশীথকে চাই, আঁধার নয়।


প্রত্যেকদিন কথার পাহাড়
কজনই কম করতে চায়!
প্রত্যেকদিন শোনারও চাপ
ইচ্ছেরহিত শুনতে হয়।


প্রত্যেকদিন জোয়ার ভাটা
জুড়ছে কে আর তার সাথে!
প্রত্যেকদিন চালিয়ে টিভি
প্রায় সকলের মন মাতে।


প্রত্যেকদিন বাঁচার লড়াই
কঠিন সহজ দুটোই হয়...
প্রত্যেকদিন সবাই কিন্তু
খুশীর মাঝেই থাকতে চায়।


কত কিছুই প্রত্যেকদিন
এ সব সবাই বেশ জানে...
জানা কোথায় লাগায় কাজে!
জানারও তাই নেই মানে।