মনে নেই কোনও অংশ, যেখানে
করছে না খেলা ভাবনা
ভুবনেও নেই কোনো ক্ষণ, যাতে
ভাবনা কাটেনা জাবনা|


আছে নাকি কোনো ভাবনা, যেটার
রূপ দেখে হই মত্ত!
ভাবনার রূপ হয়না, তা জানি
শুধু ভেবে জাগে চিত্ত|


আছে কি মানুষ কোনো একজন
যে দ্যাখেনি কোনো স্বপ্ন!
ঠিকানা কি আছে কোনো স্বপ্নের
যেখানে শুধুই রত্ন!


কোথায় যে সেই পথ, যে পথের
মাঝে আছে এক দুর্গ!
দুর্গের মাঝে যত পথ, তার
একটা কি পাবে স্বর্গ!


যত অভিসার গড়ে তুলি, তার
কোনটা হয় প্রকাশ!
প্রকাশ পেলেই নিশ্চিত ভাবে
আসক্তি পায় হ্রাস|


ধারণার সব ধারাগুলো ধরে
চললে জীবনে কষ্ট
কষ্টের সাথে করলে আপোষ
কষ্ট হয় অস্পষ্ট|


বিরহের যত ক্ষণ, তা কি সব
সমতা জড়িয়ে শূন্য!
ধীরে ধীরে ক্ষণ ফিকে হয়ে যায়
আবার হাসিতে বন্য|


অগুণিত যত অনুভব প্রাণে
সব কি হবেনা ভিন্ন!
অভিন্নতার মাঝেই তো প্রাণ
হতে চায় পরিপূর্ণ|


এ মন জীবন, জীবনই মন
মানতে কি পারা যায়!
কি যে মানা যায়, আর কি যায় না
এ তো খেয়ালের আঙিনায়|


জানি কি, কি আছে খেয়ালের আঙিনায়!