যে কোনো রূপেই ফুটবে সত্য মিথ্যে


অনেক মিথ্যে, শুনে শুনে আমি
বুঝতে পেরেছি সত্য
তাই বুঝে যাই, অতি সহজেই
জীবনের এক অর্থ।


জানার পরেও, ভূবন আর ব্রহ্মাণ্ড
জানার জন্য, আরো আরো খুঁজি
এর বাইরে কি কান্ড।


জীবন সত্য, হলেই তো প্রাণ হাসবে
প্রাণ হাসলেই, চলা মসৃন
কান্নাও দূরে থাকবে।


কান্না বিষাদ, ছেয়ে আছে চারিদিকে
কারণ খুঁজতে যাই না, কারণ
জানি লোক নেই সুখে।


অযথা কান্না, অযথা বিষাদও দেখেছি
কিছু লোক ভালবাসে 'অযথা'কে
এও তো বুঝতে পেরেছি।


মিথ্যের সাথে, যতজন যাবে আপোষে
তাদের জ্ঞানেও, মিথ্যে অধম
যাবে স্বার্থের দোষে।


সত্যের সাথে আপোষ, মানেই মিথ্যে
সত্য পূর্ণ, সত্যেরই মাঝে
সদা খুশী নিয়ে চিত্তে।


সত্য মিথ্যে, দুটোই কি নেই পাশে!
কোনটা যে পাবে বেশী গুরুত্ব!
যেটা যার অভিলাষে।


এক পা এগিয়ে, বাড়ছে অভিজ্ঞতাও
বুঝতেও পারি, মাথা না ঘামিয়ে
সত্যি মিথ্যে কথাও।


আছে কোনো লোক, স্বার্থের থেকে দূরে!
বলছি না আমি, নিঃস্বার্থতায়
দিয়েছি জীবন ভরে।


আমার মতন, বহু প্রয়োগিক লোক
তারা ঝুঁকে আছে সত্যের দিকে
মিথ্যেতে নেই ঝোঁক।


সত্য মিথ্যে, কোনটারই নেই রূপ
যে কোনো রূপেই ফুটে ওঠে দুটো
কুৎসিত কিবা অপরূপ।


সকলেই শোনে, অনেক মিথ্যে জীবনে
শুনে শুনে, সকলেই বুঝে যায়
জীবনের এক মানে।


সুবীর সেনগুপ্ত