যে কোনো সময় গড়ে তোলা যায়
সমস্যা এই জীবনে
আহামরি কিছু লাগে না তো তার গঠনে|


যে কোনো সময় ভাবতেই হবে
কেন সমস্যা গড়ব
তা না জেনে, কেন সমস্যাকেই চাইব!


যে কোনো সময় কাজ হাতে এসে
ব্যস্ত হবে জীবন
সেই ব্যস্ততা নয় সমস্যা বন|


যে কোনো সময় হাসতেই পারি
শব্দে বা নিঃশব্দে
লাগবে না এই হাসি সমস্যা বাড়াতে|


যে কোনো সময় ভাবতেই পারি
হিজিবিজি শত ভাবনা
এ সব ভাবনা সমস্যার কি প্রেরণা!


যে কোনো সময় ডুবতেই পারি
ভীষণ বিষণ্ণতায়
সমস্যা নয় বিষণ্ণতার পরিচয়|


যে কোনো সময় তুলতেই পারি
সমালোচনার তুফান
এই তুফানেই ভেঙে সমস্যা খানখান|


যে কোনো সময় ইচ্ছামতন
যা কিছু করতে পারি
কাজ থেকে কেন সমস্যা হবে ভারী!


যে কোনো সময় গড়া সমস্যা
জীবনের ভুল পথ
ছুটতে পারেনা এই পথে মনোরথ|


যে কোনো সময় যারা খুঁজে নেয়
সব কথাতে সমস্যা
পূর্ণিমা ছেড়ে তারা ধরে অমাবস্যা|


যে কোনো সময় কিছু লোক খোঁজে
সব কিছুতেই সমস্যা
ভুগতেই হবে তাদের যা হবে দশা|


যে কোনো সময় কেন সমস্যা!