//জীবনের দুটো ভাগ//.


নিশ্চয়ই আমি দেখেছি সুদিন
দেখিনি কি দুর্দিন!
মিথ্যা আমার ধমনীতে নেই
দেখেছিও দুর্দিন|

অটল থেকেছি, সহে গেছি ক্ষতি
কমাইনি গতি চলাতে
কখন যে সেই,ক্ষতি উবে গেছে
অজ্ঞাত এক খেলাতে|


ইচ্ছে থাকলে, খুব বোঝা যায়
জীবনের দুটো ভাগ
দুর্দিন আছে, শুধু এক ভাগে
সুদিন আর এক ভাগ|


আজকের দিন, কালকের দিন
কোত্থাও নেই ব্যবধান
কর্মের সাথে দিনকে মিলিয়ে
সু-দুর্দিন পায় মান|


আমি বানাচ্ছি আমার সুদিন
তুমি বানাচ্ছ তোমার
সুদিন বানালে, সুদিন দেখব
নেই দুর্দিন ঝংকার|


প্রত্যেক প্রাণ, বানাবে সুদিন
বানাবেও দুর্দিন
করছি যে কাজ কোনো এক দিনে
নাম প্রত্যয়ে আসে 'দিন'|


'সুদিন'এর ভাগে যত দিন আছে
'দুর্দিন' ভাগে তাই
অনুমান কেন করব না বলো!
ভাবে দর্শন, ভাই|


শুধু আমি নই, সকলেই চায়
গঠিত হোক সুদিন
শুধু আমি নই, সকলেই গড়ি
নিজেরাই দুর্দিন|


না আসে সুদিন, না আসে দুর্দিন
এসে যায় শুধু দিন
সাজাতেই হবে সেই দিনটাকে
তবেই বাজবে বীণ|


সুবীর সেনগুপ্ত