//যেমন চলার তেমনই চলবে//

চলতে পারে না চলতে পারে না
এভাবে জীবন চলতে পারে না
এই যে ভাবনা ভেবেই চলেছি
এ তো ঠিক এই ভাবনা আমার নয় ভুল
ভুল হলো এই ভাবনার নেই কোন কুল।

অনেক বছর হয়ে গেছে পার
এমন ভাবনা ভরেনি আধার
আজকে হঠাৎ কি এমন হলো
হতেই থাকল এই ভাবনার উদ্রেক!
প্রশ্ন কঠিন, জবাবের হোক অভিষেক।

না হয় না হোক অনেক জবাব
একটা পেলেই ঘুচবে অভাব
তখন কি বদলাবেই স্বভাব
একটা জবাবও পাল্টে দেবে না ভাবনা
বলার পিছনে একটাও নেই ধারণা।

ভাবনা এবং কাজ পাশাপাশি
কোনোটা কখনো হয়না প্রবাসী
মানুষ কিন্তু দুটোরই দাসী
ভাবনা ও কাজ প্রতি জীবনের অঙ্গ
তাই প্রয়োজন তুলতে খুশি তরঙ্গ।

ভাবনা যেমন ছিল পূর্বেও
ভাবনাতে ডুবে মন আজকেও
আর ব্যস্ততা এখন কাজেও
চলতে পারে না, এখন কেন যে বলি
বেশ যাচ্ছে তো পার হয়ে দিনগুলি।

যেমনই চলুক পার হবে দিন
আলো বা কালোতে জড়িয়ে বিলীন
চলতে চলতে জীবন প্রবীণ
এই তো জীবন নানান পরিস্থিতিতে
মানতে পারলে আনন্দ সব পাতে।

সুবীর সেনগুপ্ত