//যেমন তেমন তাই তো শ্রেষ্ঠ//


যেমন আছি, সেটাই ভালো
মেনে নেওয়ার করছি চেষ্টা
আনন্দকে লাগিয়ে কাজে
মিটিয়ে ফেলছি আমার তেষ্টা।


যেমন আহার, সেটাই ভালো
তৃপ্তি পেতে চাইছি আমি
স্বাদের জন্য নাই বা থাকল
অনেক খাবার নামী দামী।


যেমন দৃশ্য তাই নিসর্গ
সবই মনে হয় অনন্য
মুগ্ধ হওয়ার জন্য চাই না
পাহাড় সাগর আর অরণ্য।


যেমন শিক্ষা তাই তো লভ্য
শিক্ষার থেকে তুলছি দীক্ষা
সামান্য জ্ঞান বিলিয়ে দিয়েই
চাইছি জ্ঞানের নিত্য ভিক্ষা।


যেমন গাইছি, লাগছে মধুর
হলেও বা দূর সুরের থেকে
প্রফুল্লতা আনছি মনে
বেসুর গানের কথা মেখে।


যেমন লিখি তাই তো রম্য
কাম্য তো নয় কাব্য সৃষ্টি
সহজ সরল শব্দগুলো
জড়ো করেই ঝরাই বৃষ্টি।


যেমন জীবন তাই সুন্দর
বিশ্বাস ভরা মনের মাঝে
সেই বিশ্বাসে ভিজিয়ে শ্বাস
সাজাই গৃহ সুখের সাজে।


যেমন তেমন এই জীবনের
মানে খোঁজার নেইকো মানে
যেমন তেমন ভাবলে শ্রেষ্ঠ
জীবন সহজ ভাবনার দানে।


সুবীর সেনগুপ্ত