//জেনেছে, বিলাসে মন্দের বাস//


বিলাসের ঘরে নিয়েছে জন্ম
বিলাস জড়িয়ে কাটিয়েছে দিন
সহন করেনি অভাব কখনো
অভাব দেখলে হয় উদাসীন।


বিলাস নিয়েই কাটছে জীবন
বিলাস কমলে মানতে পারেনা
কমবেই কেন! ভরা প্রাচুর্য
যদিও করেনি আয় এক কণা।


তার জ্ঞানে ধ্যানে শুধুই বিলাস
তাই তো নিচ্ছে বিলাসের শ্বাস
বিলাসবিহীন জীবন যে হয়
তার মনে নেই এই বিশ্বাস।


বিলাসিতা তার জন্মাধিকার
এই ভাবনাতে পূর্ণ আধার
কাজ করে যাবে গরীবের দল
কাজই ওদের ঠিক অধিকার।


নিয়তির খেলা কে আটকাবে!
সে তো ভাবত না বিলাস হারাবে
আজ সে দৈন্য, কাজ খুঁজে যায়
বিলাস হারিয়ে এখন অভাবে।


ভাবনায় আজ বিলাসের লাশ
হতেও চায় না বিলাসের দাস
বিলাস দেখলে হয় বিরক্ত
জেনেছে বিলাসে মন্দের বাস।


সুবীর সেনগুপ্ত