যেটা নেই, সেটা
পাওয়ার চেষ্টা চলছে
যেটা আছে, সেটা
অবজ্ঞাতেই ভুগছে।


যেটা আছে, সেটা
পাচ্ছে না সন্মান
যেটা দূরে, সেটা
জাগিয়ে তুলছে টান।


যেটা দিই, সেটা
পুরো পছন্দ হয় না
যেটা নিই, সেটা
তুষ্ট করতে পারেনা।


যেটা দেখি, সেটা
বেশী গুরুত্ব পায় না
যেটা শুনি, সেটা
অবাক করতে ছাড়ে না।


যেটা ভাবনাতে
ঘটে না তো বাস্তবে
যেটা ঘটে, সেটা
খুবই কম আসে ভাবে।


যেটা ভালো লাগে
সেটা কাছে আসে কম
যেটা লাগে না তো
জড়ো হয় হরদম।


যেটা বলি, সেটা
কেউ তো বলেনা ভালো
যেটা শুনি, সেটা
আমাকে দেয় না আলো।


যেটা মনে থাকে
সেটাই তো কাজে লাগে
যেটা ভুলে যাই
সেটাই হারায় আগে।


'যেটা' আসলেই
'সেটা'এসে যায় পাতে
'যেটা' থাক দূরে
'সেটা' জালাবে না রাতে।