ঝগড়া করবি! নিষেধ কোথায়!
করনা ইচ্ছে হলেই
কার সাথে তুই করবি ঝগড়া!
কেউ কি রাজী হবেই!


ডাকবি নাকি ঝগড়া করতে!
আসবে কি কেউ, বল!
কেউ কি আছে টেকসই সাথী!
গড়বি নাকি দল!


ঝগড়া কেন করার ইচ্ছে!
এমন ইচ্ছে মন্দ
বুঝতে কি তোর হয় সমস্যা!
আয়-না বোঝাই ছন্দ|


ঝগড়া মানেই ব্যাগড়া দেওয়া
দিলেই কেবল ক্ষতি
আর এই ক্ষতির রেশ থেকে যায়
থমকে যায় উন্নতি|


কারণবিহীন ঝগড়া হয় না
কারণ কি আর একটা!
হাজার হাজার কারণগুলো
জুড়েই আছে দেশটা|


ঝগড়া হবেই, শংকা কোথায়!
আজ না হলে কাল
স্বার্থ আজও করছে যে রাজ্
পেয়েও যাচ্ছে তাল|


দূর গগনের মাঝে দ্যাখো
নক্ষত্রের মেলা
সবাই শান্ত, ভরা তৃপ্তিতে
এটাই সত্য খেলা|


যখন এ মন চাইছে ঝগড়া
তখন দ্বারে ঝুঁকি
এই চাওয়াকে ছাড়তে পারলে
শশী দেবেই উঁকি|


সত্য সবার প্রাণ আর শরীর
দেহান্তরও সত্য
ঝগড়া করলে অস্থায়ী লাভ
বাঁচবে না তো স্বার্থ|