//ঝরা ফুল//


ঝরা ফুল দিয়ে ভরে গেছে মন
এক দুই তিন, কত আর গুনি!
কত আর পারি করতে যত্ন
অযত্নে, তাও সাথে আছে, জানি।


প্রতিদিন পাই এক ঝরা ফুল
পাওয়া ভুল! তা তো বলতে পারি না
পাওয়া ঠিক, তাও কী করে যে বলি!
পরিহার করা যেতেই পারে না।


এই এক ফুল ফুটেই উঠবে
ফুটবে নিত্য, নেই অনুকল্প
হুকুমের ফল, নাকি বিজ্ঞান!
সব অনুমান, জ্ঞান যে অল্প।


ফুল ফুটলেই, ঝরে পড়ে যায়
ঝরে পড়া ফুল, জমিয়ে কি রাখি!
কেউ করছে না এমন প্রশ্ন
ঝরে পড়া ফুল, হতে চায় পাখী।


নব সাজ নিয়ে রোজ এই জীবন
সূচনাতে প্রভাতের আগমন
এই বিধানের নেই হেরফের
প্রভাতের প্রভা সকলের ধন।


ঊষার আলোতে ফুটে ওঠে দিন
সেই ফুল ঝরে জমা হয় বুকে
জমতে জমতে হয় কত ভারী!
ভারী হয়ে হয়ে শেষ দিন দ্যাখে।


সুবীর সেনগুপ্ত