//জীবন বাধ্য-বাধকতা নয়//


ছিল না বাধ্য-বাধকতা কিছু
তবু দিয়েছিলে খোলা দুই হাতে
সেই দুই হাত আজকে কোথায়!
কেউ কী করেছে বাধ্য না দিতে!


না-দেবে না-দাও, কী আর বলব!
পাওয়ার জন্য নয় প্রসঙ্গ
দেখছি আমূল পরিবর্তন
তুমি কী হয়েছ তবে তরঙ্গ!


বহুদিন পরে হলো সাক্ষাৎ
হওয়ার পিছনে নেই উদ্দেশ্য
হটাৎ এই দেখা টানল অতীত
যে অতীত হয়ে যায়নি নিঃস্ব।


তুমি ছিলে, তুমি আছো, সাথে মন
একই মন নিয়ে বেঁচে আছি আজও
সময় এগোয়, বদলায় ধারা
বদলে কী যায় মনেরও সাজ!


পরিবর্তন সব কিছুতেই
পরিবর্তন হবে চেহারাতে
এ তো সহজাত পরিবর্তন
স্বভাবে কী তার অন্যথা ঘটে!


জীবন বাধ্য-বাধকতা নয়
এটাই আমার স্পষ্ট ধারণা
বলছি না এই ধারণাতে থাকো
ভালো থেকো, এই আমার কামনা।


সুবীর সেনগুপ্ত