//জীবন ছেলেখেলা//


কাঠের ঐ যে খাটটা দেখছ
ওটাই ছিল এক সময়ের সঙ্গী
আর একজনের সঙ্গী ছিলাম আমি
তখন খাটে বসেই হয়ে যেতাম বিহঙ্গী।


আজও আছে সেই খাট সেইখানে
আমিও আছি, রূপান্তর এই শরীরে
আমার সঙ্গী কোথায় গেছে, জানি তো
ডেকে আনার সম্ভাবনা অকল্পনীয় সুরে।


খাটটা ছিল, খাটটা আছে
আলমারি তার আছেই পাশে
সবই কাঠের মেরুন রঙে পালিশ
আর সেই পালিশ যায়নি ঘষে খসে।


জীবন তখন, জীবন এখন
অনেক বদলে হয়নি স্বপন
আরো বদলাবে নতুন তো নয়
খাট আলমারি থাকবে, নয় মন।


অতীত স্মৃতিতে করে যায় খেলা
কিছু তো সুখের, কিছু অবহেলা
ভাবি কেন নেই জীবনের স্থিতি!
অস্থির হয়ে জীবন ছেলেখেলা।


সুবীর সেনগুপ্ত