//জীবনের হেতু অজানাই থেকে যাবে//


শিখতে শিখতে সময় হয়েছে পার
এখনো শিখছি, থামবে না শেখা
হবে না শেষ এই ভার।


নিজে থামাবো না, কিন্তু থামবে শেখা
আমি না থাকলে, শিখবেটা কে!
শেখা অদৃশ্য রেখা।


জীবনের শুরু শেখা দিয়েই তো হয়
জ্ঞান বাড়ে তবু জ্ঞান অপূর্ণ
জ্ঞান অনন্ত সংজ্ঞায়।


শেখা প্রকরণ সময়ে সময়ে ভিন্ন
সেদিনের শেখা আজকে তুচ্ছ
এখনের শেখা রত্ন।


স্থায়ী যদি হতো জীবনের এই ধারা
শেখা পেয়ে যেত খুব গুরুত্ব
থাকত না কোনো তাড়া।


জীবনের হেতু অজানাই থেকে যাবে
বোধহয় জীবন শুধু এই ক্ষণ
কার কী ভাবনা ভবে!


এটা তো সত্যি, শুরু হলে শেষ হয়
জীবনও কী এই সত্যের সাথে!
হোক সত্যেরই জয়।


সুবীর সেনগুপ্ত