বলো বলো বলো, বলোনা সকলে
'এ জীবন শুধু আলোর দখলে'|
বোলোনা বোলোনা, কখনো বোলোনা
'এ জীবনে কেন এতই বেদনা|


বলো বলো বলো, চীৎকার করে
'জীবন পেয়েছি রাখব আদোরে'|
বোলোনা বোলোনা, বোলোনা ভুলেও
'সব খালি কেন জীবন পেয়েও'?


বলো বলো বলো, হাসি মুখ নিয়ে
'চাপ ধরব না কখনো জড়িয়ে'|
বোলোনা বোলোনা, ভেবেও বোলোনা
'কোনোদিন কারো হাত ধরব না'|


বলো বলো বলো, খুব খোলা মনে
'রাখবোই দূরে দয়ার আসন'|
বোলোনা বোলোনা, নির্ভীক হয়ে
'টাকা দিয়ে কিনে নেব প্রশাসন'|


বলো বলো বলো, একলাই বলো
'আমি সামলাবো আমার জীবন'|
বোলোনা বোলোনা, অনেকের সাথে
'আমি শুধু চাই রাজার আসন'|


বলো বলো বলো, বলো আনন্দে
'জুড়তে চাইব শুধুই ছন্দে'|
বোলোনা বোলোনা, দুঃখ হলেও
'চাই না ছন্দ আমার স্কন্ধে'|


বলো বলো নিয়ে, স্থির বিশ্বাস
'হব আমি শুধু নিজেরই দাস'|
বোলোনা বোলোনা, হয়ে সন্ধিগ্ধ
'তুমিই এনেছো প্রাণে উচ্ছ্বাস'|


বলো বলো বলো, বলো বারবার
'তোমার আমার সমান মূল্য'
বোলোনা বোলোনা, একবারও না
'তুমিতো আমার নও সমতুল্য'|


বলো বলো বলো, মাথা উঁচু করে
'ছলনার সাথে নেই সম্পর্ক'|
বোলোনা বোলোনা, অজুহাত দিয়ে
'এ নয় ছলনা, করোনা তর্ক'|


বলো বলো বলো, মন ভরে বলো
'আজকের ভালবাসাকে বাঁচাবো'|
বোলোনা নিজেকে না জেনে কখনো
'বিশ্বাস করো, কথাও রাখব'|


বলো বলো বলো, বলো মৃদু স্বরে
'জীবন কাটাবো সাধারণ হয়ে'|
বোলোনা বোলোনা, উন্মাদী সুরে
'জীবন কাটাবো কেউকেটা হয়ে'|


বলো বলো বলো, আস্থার সাথে
'রক্ষা করব মানবতাবাদ'|
বোলোনা বোলোনা, হয়ে নির্দয়
'মানবতাবাদে নেই কোনো স্বাদ'|


জীবনের শুরু ভালো কথা দিয়ে