//জিজ্ঞাসা অনন্ত, জবাব সীমানাতে//


জন্ম হয়েছে, তাই তো সুযোগ পেয়েছি
হাজার হাজার জিজ্ঞাসা মনে ধরেছি।


জন্মের আগে কোথায় ছিলাম আমি!
সে স্থান ছিল কী এই ভূবনেরই ভূমি!


তখন কী ছিল ঠিক এরকম শরীর!
ছিল কী শরীরে এত অঙ্গের ভীড়!


সেদিন কী ছিল, আর কী ছিলনা, জানিনা
কিন্তু আমার প্রশ্ন কী বৈধ হবে না!


মাটি দিয়ে কেউ গড়তে পারে পুতুল
সেই পুতুলকে মানুষ ভাবলে, ভুল।


পুতুলের নেই কোত্থাও মন প্রাণ
থাকলে, পুতুল জন্মেই পেত মান।


নদীর আছে কি প্রশ্ন করার অধিকার!
মন-প্রাণ নিয়ে বইছে কী নদী দূর্বার!


সকলেই জানে মানুষেরই মন-প্রাণ
মানুষেরই মনে কেবল প্রশ্ন তান।


আবার প্রশ্ন, আমার ছিল কী একই নাম!
একই পিতা-মাতা ভাই-বোন, একই ধাম!


আনছি কি আমি প্রসঙ্গ জন্মান্তর!
আনি বা না-আনি, প্রশ্ন কী অবান্তর!


জন্মান্তর নিয়ে জিজ্ঞাসা নতুন নয়
এই সত্যের হোক উদ্ঘাটন, মনে হয়।


সাথে সাথে বহু কৌতূহল শেষ হবে
জীবনের ধারা নিশ্চিতরূপে পাল্টাবে।


জন্ম হওয়ার প্রকরণ জেনে গেছি
জানিনি কী তাৎপর্য, সেটাও মেনেছি।


তৎসত্বেও জীবন ধারাতে তৎপর
বুদ্ধিজীবির দাবীতে মানুষ অনড়।


প্রভূত প্রশ্ন আমাদের মনে মনে
বহু আলোচনা চলেছে সমানে সমানে।


ফানুষ উড়িয়ে আলোচনা শেষ হবে না
অনন্ত জিজ্ঞাসার অন্ত পাবো না।


সুবীর সেনগুপ্ত