//জ্ঞানের পিপাসা থাকলেই জ্ঞান//


বলেও দিলাম লিখেও দিলাম
বোঝাতেও আমি চাইলাম
বোঝানোর কোনো নেই প্রয়োজন
তাঁর কথাতেই জানলাম।


প্রয়োজন তাঁর, আমার তো নয়
সেই চেয়েছিল জানতে
আমার ক্ষমতা ও সাধ্যানুযায়ী
আমিও চেয়েছি দিতে।


জ্ঞানের পরিধি নেই এই জগতে
জ্ঞান অনন্ত সম্ভার
চলতেই থাকে জ্ঞান অর্জন
করতে হয় না দরবার।


অর্জিত বহু জ্ঞান পড়ে থাকে
বছর বছর মননে
কখনো বা সেই জ্ঞান উবে যায়
বোধহয় হারায় তপনে।


যাঁর আগ্রহে জ্ঞানের পিপাসা
তৃষ্ণা মেটাতে চাইবে
সেই খুঁজে নেবে জ্ঞানের উৎস
চেতনাতে জ্ঞান জাগাবে।


কোনো জ্ঞান তাঁর ছিল প্রয়োজন
সেও খুঁজেছিল কাউকে
জেনেছিল, আমি সেই জ্ঞানে জ্ঞানী
পেয়েছিল জ্ঞান ঝলকে।


সুবীর সেনগুপ্ত