//জন্মের কোনো কারণ আছে কি!//


জন্ম নেওয়ার কী তাৎপর্য, কী কী কারণ!
খুঁজলে পাবো কী কোথাও একটি তালিকা!
কোনো কলমের থেকে কী এসেছে লেখা!


জন্ম মানেই নতুন প্রাণের আগমন
কত শ্রেণী কত প্রজাতির প্রাণী, কে জানে!
সব প্রাণের কী উদ্ভব একই কারণে!


অনুসন্ধিৎসা মন থেকে যেতে চায় না
ভাবব না ভাবি, কৌতূহল যে চাপ দেয়
জবাববিহীন প্রশ্নগুলো হৃদয়ে জড়ায়।


এত কিছু ধরা দেয় দৃষ্টির পরিধিতে
হা হা হি হি করে মানুষ আছে আনন্দে
জনমের তাৎপর্য কী সুখ ও ছন্দে!


দেখছি বিষাদ ছেয়ে আছে কত মুখে
সেই সব মুখে নেই হা হা হি হি হাসি
তাঁদের জনমে তাৎপর্য কী বাসি!


অনেকে জুড়েছে জন্মের সাথে কর্ম
মহান কর্ম করব বলে কি জন্ম!
এমন কারণ হয়ত বা কারো ধর্ম।


হয় কী জন্ম বাড়াতেই জনসংখ্যা!
প্রজাতি রক্ষা করতে কী বাজে ডঙ্কা!
নিশ্চিত জানি, জন্ম আনে না শংকা।


জন্ম যে তাৎপর্যহীন, তাই ধারণা
এই ধারণা যে সত্য, প্রমাণ হবে না
আর যদি বলি মিথ্যে, মানা যাবে না।


জানবার তরে জনমের তাৎপর্য
জানা দরকার কী যে মৃত্যুর কারণ
পূর্ণ জ্ঞানের করতে হবেই অন্বেষণ।


জন্ম যে নয় স্থায়ী, সে তো অনুধাবনে
মৃত্যু কী স্থায়ী-অস্থায়ী, জানা অসম্ভব
জন্ম মৃত্যু অনুভূতি ঘিরে অনুভব।


সুবীর সেনগুপ্ত