//জন্ম চক্র//

জন্মাল এক পূর্ণ শরীর আবার
একই বিস্ময়ে দেখল সবাই তাঁকে
যুগ যুগ ধরে চলছেই এই খেলা
খেলার অন্ত ঢাকেও না ভাবনাকে।

সৃষ্টির পরে এই শরীর পেলো দৃষ্টি
পেলো উপযোগী আরো কত কত অঙ্গ
প্রতি অঙ্গের সুসংবদ্ধতাতেও
হলোনা শরীর স্বাধীন এক বিহঙ্গ।

শরীর জটিল, সন্দেহ নেই তাতে
এই শরীর রাখা যায় শাসনের মাঝে
মানো নিশ্চয়ই, এই শরীর ভৌতিক
এই শরীরেই অতি প্রিয় প্রাণ বিরাজে।

এই শরীর থাকে কত বছরের জন্য!
বলবই নাকি অজানা তথ্য কায়াতে!
হবেই ধ্বংস একদিন এই শরীর
নেবেও জন্ম আবার শরীর ধরাতে।

এই চক্রের স্রষ্টা, কে জানে ভূবনে!
কত যুগ ধরে চলছে চক্র, জানা নেই
শেষ নিয়ে কত কল্পনা অনুমানে
জীবন চলছে ক্ষুদ্র জ্ঞানের মধ্যেই।

সুবীর সেনগুপ্ত