//জনক হওয়া কি বিরাট কর্ম!//


বিরাট কর্ম করেই ফেলেছি
হয়ে গেছি আমি পিতা
আর ভয় নেই, প্রকৃত হাতেই
জ্বলবে আমার চিতা।


মরণ হবেই, আগেই জেনেছি
জানিনা কবে কখন
হয়ত ছয় সাত দশক পেরিয়ে
মৃত্যুর হবে আগমন।


প্রস্তুতি নিয়ে কাজ করে যাই
তার আছে প্রয়োজন
কাজের শ্রেণীতে মরণ আসেনা
কেন করা আয়োজন!


ঘুম কাজ নয়, আয়োজন হয়
করে বেশ পরিপাটি
মরণের অধিকারে সেই মতো
আয়োজনে বিস্তৃতি।


যে যে আয়োজন মরণের পরে
নিভৃতে সব স্থিতি
মরণের পরে আয়োজনে নেই
মৃতের উপস্থিতি।


কার হাত দিয়ে হবে মুখাগ্নি!
সে তো স্পষ্টত সন্তান
সন্তান নেই, তাও মুখাগ্নি
অজানিত অভিমান।


জনক হয়ে কি করা যায় দাবী
বিরাট কর্ম করেছি!
এটা প্রকৃতির সূক্ষ নিয়ম
যা পালন করে চলেছি।


সুবীর সেনগুপ্ত