//যথার্থ সাথী//

শোনার সাথী বলার সাথী
পড়ার সাথীর সঙ্গে
হাসতে হাসতে চললে, জীবন
চড়বে খুশীর তুঙ্গে।

শোনার সাথী, কেই বা হবে
সে তো মানুষ, তাই তো!
বলার সাথী, হয় না তো প্রাণ
কথাই সাথী হয় তো।

শোনার সাথী যেমন মানুষ
চলারও সেই সাথী
সঙ্গীও হবে শুধুই মানুষ
বন্ধুও দিবারাতি।

আছেও অনেক আরও সাথী
আমরা সবাই জানি
গান আর বই করলে সাথী
জীবন খুশীর খনি।

যেই হোক-না, যেটাই হোক-না
এই জীবনের সাথী
আসল সাথী গড়তে কি চাই
মন গড়া রাজনীতি!

জীবন শব্দে অনেক কিছুই
শৈশব, পরে কৈশোর
ঠিক তারপরে আসে যৌবন
বার্ধ্যকের পরিসর।

সাথীর ছোঁয়া, প্রতি পর্যায়ে
মানুষ নয় সব সাথী
আজকের সাথী যে নাম নিয়ে
কালকে ভিন্ন রীতি।

ঘুমের সাথী মানুষ হয় না
ঘুমের সাথী স্বপ্ন
লেখার সাথী আর কেউ নয়
কাগজ কলম রত্ন।

কখন হবে মানুষ সাথী
কেবল নিজের জন্য!
কী আর হবে কাজের সাথী
মানুষ ছাড়া অন্য!

সুবীর সেনগুপ্ত