//কাজ হলো খই ভাজা//


কাজ নেই, তাই
ভাজতেই থাকি খই
কেন বারবার বলি এই কথা!
বলে কি তৃপ্তি পাই!


কাজ নেই যদি
পড়তে তো পারি বই
বই পড়তে যে ভালই লাগে না
তাই1ভেজে থাকি খই।


কেন কাজ নেই!
এই জিজ্ঞাসা কই!
কাজের ভাবনা মনেই আসে না
খাই চিনি দিয়ে দই।


কাজ করে বোকা
মন এই ভাবনাতেই
অন্য ভাবনা অযথার দলে
তাতে নেই মম ঠাঁই।


কাজ হয়ে যাবে
ভেবে স্বান্তনা পাই
কাজের জন্য চাকর-বাকর
আমি খই নিয়ে রই।


কাজ কি করিনা!
করি আমি নিশ্চয়ই
তোমরা দ্যাখোনা, দেখতে চাও না
আমি কেন দোষী হই!


কাজ কেন করা!
কাজে কোনো মন নেই
কাজ মানেই তো ক্লেশ যন্ত্রণা
বুদ্ধু না হতে চাই।


কেন ভাজি খই!
আমার ইচ্ছা, তাই
এই করেই তো বেশ বেঁচে আছি
কীসে এত হৈ চৈ!


অনেক ভেজেছি খই
ওঠাউঠি করি মই
এ কাজে এখন আসে বিরক্তি
খই ভাজা ছেড়ে রই।


সুবীর সেনগুপ্ত