//কাম্যই নয় মনগড়া কথা//


মনগড়া কথাগুলো
অভিপ্রেত কী ছিল!
ছিল ছিল খুব ছিল
তাই কথা গড়া হলো।


কথাগুলো মনগড়া
বাস্তবে ছাড়াছাড়া
মিল খুঁজে হিমসিম
বিক্ষিপ্ত বারি ধারা।


সকলের মন আছে
মন থাকে সাতে-পাঁচে
থাকার তো অধিকার
অধিকারে মন নাচে।


কথা কী গড়তে হয়!
নাকি কথা গড়ে যায়!
কার কী যে এতে মত!
জবাব আলোচনায়।


মনগড়া যত কথা
জ্বালে আলো কবিতায়
স্থান পায় কাহিনীতে
প্রকাশ স্বমহিমায়।


কথার পিছনে কথা
এসে যাবে সহজাত
তেমন না হলে পরে
বলা খাপছাড়া মৃত।


কেন আমি গড়ব না
কিছু কথা মনগড়া!
নিষেধ কোথাও নেই
খুশীমতো তাই গড়া।


মনগড়া কথা দিয়ে
প্রভুত্ব করব না
এ সব কথার মাঝে
কোনো মানে খুঁজব না।


সুবীর সেনগুপ্ত