কেন সংসার! কে অংশীদার!


কার সংসার! কে অংশীদার!
কতজন নিয়ে, হয় সংসার!
কার কাঁধে আছে, সংসার ভার!
এসব প্রশ্ন, কেন আসবে না সংসারে!
কার কার কথা, পায় গুরুত্ব!
কে হতেই পারে, হটাৎ ক্ষুব্ধ!
কে পারে রাখতে, কথাকে গুপ্ত!
হবে নাকি এত জিজ্ঞাসা, ঘরে ঘরে!


এক এক জুড়ে, দুই হলে গতি
গতির শুরুতে, গড়ে দম্পতি
উপক্রমণিকায় এসে যায় রীতি
রীতি যে বাড়বে, কোত্থাও নেই সংশয়...
দম্পতি মানে, গড়ে ওঠা দল
দলে সদস্য, বাড়লেই বল
তাই হয়ে যায়, এতো নয় ছল
অংশীদারের দাবী, সকলের হয়ে যায়|


সংসার হতে চায় না আসর
কর্তা, কত্রী, দুজনেরই ঘর
পুত্র, পুত্রী, হয় না তো পর
শত জিজ্ঞাসা, থাকতেই পারে শুরুতে...
উভয়ের থাকে, কিছু জিজ্ঞাসা
কিছু উত্তর, হয় ভাসা ভাসা
মানিয়ে চলার, দুই মনে আশা
সহনশীলতা, নিয়ে সংসার ধরণীতে|


কার অধিকারে, থাকে অভিমান!
অসন্তোষে কে,  রাগ করে দান!
প্রতারণা করে, কে হারায় মান!
এ সব বিষয়, পশ্চাতে আসে সংসারে...
ব্যভিচার এলে, ঘুন ধরে যায়
কার বলিদান, প্রয়োজন হয়!
দুটো বিশ্বাসে, বিদ্বেষ ছায়
বিচ্ছেদ, ভেঙ্গে দেয় সংসার চিরতরে|


সুবীর সেনগুপ্ত