//কারণ আছেই, তাই তো জীবন//


কারণ কারণ কারণ কারণ
কারণবিহীন কাজের মরন
কর্মবিহীন অচল জীবন
কারণ খোঁজার হারায় কারণ|


সূর্য ওঠার একটি কারণ
এমন কারণ অসাধারণ
মাথায় টুপী পরার কারণ
সময় বুঝেই পরিবর্তন|


দেশ চালানোর যত কারণ
সে সব কারণ সত্যস্বপন
নিজের কারণ নিজেরই ধন
নাক গলাবার নেই কোনো কোন|


দুর্ঘটনার খুঁজি কারণ
সামনে আসে হাজার কারণ
অনেক মতের ভিন্ন কারণ
বিতর্কে যায় সব নির্ধারণ|


কারণ কী আর সব সাধারণ!
কিছু কারণ অসাধারণ
দিয়েছি তো এক উদাহরণ
দিতেও পারি অনেক তেমন|


সুখীর কারণ, দুঃখীর কারণ
ভিন্ন রূপেই হবে গড়ন
বিশেষ হবেই ঝুঁকির কারণ
সতর্কতার আবাছা কারণ|


কখন কারণ! কোথায় কারণ!
হাঁটছি যখন পথে, তখন
যাই বিছানায় নিয়ে কারণ
কিন্তু কারণ ছাড়াই স্বপন|


কারণ চাইছে জনসাধারণ
সবাই কী চায় আসল কারণ!
অনেকে চায় অলীক কারণ
অলীক কারণ ছলের স্মরণ|


কারণ দিয়েই হয় প্রতারণ
এটাই মানার খুব প্রয়োজন
রাখতে হবে সাবধানী মন
বুঝতে হবে সঠিক কারণ|


সুবীর সেনগুপ্ত