//কারণ যখন বাহানা//


লিখতে বললে কারণগুলো
দিতেও বললে ক্রমিক সূচী
যে কাজ হয়না সম্ভবপর
দেখছি, তাতেই তোমার রুচি।


হাসির কারণ খুঁজে বেড়াও
হাসবে না, তাই এই বাহানা
অপক্ক সব যুক্তি যা দাও
সে সব শুদ্ধ, মানাই যায় না।


প্রত্যেক মন ভাবনায় ভরা
ইচ্ছে হলেই ভরতে পারি
উপচে পড়ার কারণ কোথায়!
তুমিই করছ কারণ জারী।


ভাবখানা যা করতে থাকো
তাই নিয়ে কী ভাবো তুমি!
না ভাবলে, তার কারণ খোঁজো
তা খুঁজবে না, জানি আমি।


কারণ তোমায় ছেয়ে আছে
খুবই ভালো, আপত্তি নেই
কারণ জেনে মানতে চাও না
তোমার ভাবনা বিনাকারণেই।


বলছ কেন লিখতে আমায়!
বলার কারণ দাও-না বলে
হলেই কারণ যুক্তিযুক্ত
লিখব আমি খেলার ছলে।


সুবীর সেনগুপ্ত