কথা কাটাকাটি, এখানে ওখানে
কে কে আছে, তার মধ্যে কে জানে!
কমছে বাড়ছে, শব্দের জোর
হলো না তো ঘুম, রাত হল ভোর|
|
কথা কাটাকাটি, সব ঘরে ঘরে
চলতেই থাকে, গ্রাম ও শহরে
কথা কাটাকাটি, মানে না সময়
মানে না বলেই, সময় হারায়|


কার কথা কে যে কাটে, বলা দায়
সুযোগ পেলেই, কথা কাটা হয়
কাটা শুরু হলে, কাটতেই থাকে
সব কাটা কথা, ওড়ে ঝাঁকে ঝাঁকে|


কথা কাটাকাটি, কে না করে বলো!
তবে অনেকেই, চায় না করতে
তারাও তো পড়ে, কাটাকাটি ফাঁদে
এর থেকে দূরে, পারে না থাকতে|


একা একা কথা, বলা যায় নাকি!
সকলেই জানি, এটা তো হয় না
তাই দুজনকে, লাগে দরকার
লাগে প্রশান্ত, মনের আয়না|


বলব তো কথা, কাটাকাটি কেন!
তুমিও বলবে, আমিও শুনব
ভালো না লাগলে, থামব দুজনে
কথা কাটাকাটি, দূরেতে রাখব|


ছোট ছোট কিছু, কথা কাটাকাটি
প্রয়োজনে আসে, এখন তখন
সেগুলোকে, বলা যায় তো চর্চা
তার থেকে, উঠে আসে সমাধান|


ভালো লাগে যদি, কোনো এক কথা
তার সাথে আরো, কথা হয় গাঁথা
কথা কাটাকাটি, সেখানে হয় না
মিলে মিশে কথা থামতে চায় না|


মত না মিললে, কথা কাটাকাটি
কথা দিয়ে শুরু, পরে লাঠালাঠি
পরিনাম, ভয়ানক হতে পারে
কথা কাটাকাটি, তবুও তো বাড়ে|


কথা কাটাকাটি