কে হবে প্রকৃত দাতা!!!
||সুবীর সেনগুপ্ত||


অপাত্রে দান তুমি, করছো যে বড়
সুপাত্র না পেলে তুমি, দান করা ছাড়ো|


'যাকেই করিনা দান, দান দেখা যাবে'
এ কথা বললে, শুধু স্বান্তনা পাবে|


যা দেখার দেখবেই, লোক চারিদিকে
দেখবে, ভুলেও যাবে, যা এসেছে চোখে|


প্রশংসা করে যাবে, হয়ত বা কেউ
তা এতই অল্প যে, উঠবে না ঢেউ|


কি করে যে করলে, তুমি এত দান!
খুঁজবে যে লোক, উৎসের সন্ধান|


সবারই বুদ্ধি আছে, এই পৃথিবীতে
সকলের দেখা, আসে ভাবের ঘরেতে|


কে কেমন লোক, সেই বিচার প্রথমে
দান আসে তারপরে, সিঁড়ি দিয়ে নেমে|


প্রথমে অসৎ হয়ে, করে গেলে দান
মূল্যবিহীন সেই, দান এ নেই মান|


কাকে দান করা হলো, আলোচনা হবে
কত চোখে ধুলো দিতে, সক্ষম হবে!


প্রকৃত যে দান, সে তো স্বার্থবিহীন
অসৎ এর দান হবে, সঙ্গীবিহীন|


থাকতে পারেই শখ, দান করে যাওয়া
খানদানী ধনী হলে, সন্মান পাওয়া|


আয় করে দান করা, খুবই কঠিন
শিল্পপতিরা নয়, এই দান এ দীন|


ব্যবসায়ী দান করে, ব্যবসা বাড়াতে
সেবাতে যুক্ত যাঁরা, দান-এ মেতে ওঠে|


ঘাটতি মেটাতে কেন, কারো দান চাই!
দানে শুধু নিঃস্বের অধিকার, ভাই|


ছোট ছোট দান করি, আমরা সবাই
মনেও থাকেনা, সেই দান ভুলে যাই|


তুষ্ট করতে দান, হয় না তো দান
উপহারও নয় দান, খুশীরই তান|


মতদান দান নয়, সকলেই জানে
অনেক শব্দে 'দান' পিছনের পানে|


যে ভাবে সে দাতা হবে, কিছু দান করে
তার দানে স্বার্থই, মনে খেলা করে|


অস্বাভাবিক দান, ইতিহাসে পাই
এমন অনেক দানে, ঠিকানাই নেই|


ছদ্মনামেও দান, করে থাকে লোকে
তাঁরাই আসল দাতা, এই ইহলোকে|