//কী দেখতে পায় মৃত্যুযাত্রী//


মরন যখন সামনে দাঁড়িয়ে
মৃত্যুযাত্রী দেখতে কি পায়!
সেই কবে থেকে জানার ইচ্ছা
সেই ইচ্ছার শেষ যে কোথায়!


জিজ্ঞাসা করি, কেউই জানে না
জানার ইচ্ছা যায়নি হারিয়ে
কিন্তু আর এই প্রশ্ন করিনা
নিজের মধ্যে থাকি এই নিয়ে।


সকলেই হব মৃত্যুযাত্রী
যাত্রার পথ সব একমুখী
প্রতিটি যাত্রী এগিয়েই চলে
পিছনে চলা যে নিশ্চিত ফাঁকি।


কী দেখতে পায় মৃত্যুযাত্রী!
এই দেখা তাঁর ভীষণ আপন
বলবেই কাকে কেউ নেই পাশে
দেখে কী সে ভাবে! সব আবরণ।


একান্ত এই ভাবনার সাথে
যাত্রীও করে বরণ মরন
তাঁর অনুভূতি মৃত্যুর ক্ষণে
রহস্য জড়িয়ে অজানার বন।


কোথা থেকে আসা, কারো জানা নেই
কোথা চলে গেল, তাও প্রহেলিকা
কার কাছে আছে এর সমাধান
সব অনুমান দর্শনে ঢাকা।


সুবীর সেনগুপ্ত