//কী যে আমি চাই, বোধহয় জানিনা//


ভালো মন্দের বিভেদ বুঝি না
ভুল ও ঠিক এর দ্বন্দ মানি না
স্কন্ধে নিয়েছি কেবল অহং
কী কথা উচিত, বুঝতে চাই না।


মাটিতে বসার আগ্রহ দূরে
প্রয়োজনে মন বিদ্রোহ করে
আসনের খোঁজে সময় হারাই
কর্মের থেকে ধ্যান যায় সরে।


অনেক অনেক মানুষ দেখছি
ক্ষণিকের দেখা, কী আর বুঝছি!
সাথে থাকবার নেই উপলব্ধি
সেই কারণে কি দিক হারিয়েছি!


কী যে আমি চাই, বোধহয় জানিনা
এ তোমার নয়, আমার ভাবনা
এমন ভাবনা আসলেও মনে
জীবনের ধারা পাল্টে যায় না।


এক তন, এক প্রাণ, এক মন
এই তিন দান নিয়েই জীবন
অনন্য এই জীবনের সাথে
প্রত্যেক প্রাণ হয় সঞ্চালন।


সুবীর সেনগুপ্ত