//কেমন চাওয়াতে ভাবনা//


এমন হয়না
কিছুতেই হতে পারে না
যেমন ভাবছি আজ আমি অবসরে
তেমন হলে তো পাল্টে যাবেই জীবন চরাচরে।


এমন হয়েছে
নিশ্চয়ই হতে পেরেছে
ভাবনা যা ছিল অনুভবে বাস্তবে
পূরণ হয়েছে, আর কিছু নেই অভাবে।


এমন হয় কী!
হয়ত কখনো হয়
নিরাশা হঠাৎ আশার আলোয় জ্বলে
দুরাশাও এসে জোটে নিকটের দলে।


এমন হবে না
সকলেই জানে হবেনা
পৃথিবীর এক চাঁদ শনিতে যাবে না
মানুষের মন রূপ নিয়ে দেখা দেবে না।


এমন চাই না
যা আনে বিষাদ মননে
অনাবিল হাসি নিরন্তর সুখ কাম্য
তাই চেয়ে যাই এমন যা কিছু রম্য।


সুবীর সেনগুপ্ত