বাঁধব কি করে! রজ্জু তো নেই  
যদিও বা বাঁধি, রাখব কোথায়!
সেই কারণেই, বাঁধতে চাই না
না বেঁধেই দিন, বেশ চলে যায়|


রজ্জু দিয়ে কি, বাঁধা যায় নাকি!
এই বন্ধনে, রজ্জু লাগে না
যে আসবে, এসে যাবে সান্নিধ্যে
রজ্জুতে বেঁধে, আনতে হবে না|


নয় কি জীবন, বাঁধা বন্ধনে!
কত যে বাঁধন, ইয়ত্তা নেই
চারিদিকে শুধু, বেড়ী আর বেড়ী
আর তো বাঁধনে, বাঁধতে চাই না|


ধরা দিতে চাই, দিয়ে দেব ধরা
তুমিও চাইলে, ধরা দিয়ে দেবে
ধরা দিয়ে হয়, বন্ধন গড়া
সূর্য চন্দ্র, কেন বাঁধা দেবে!


নাই যদি হয়, কোনো বন্ধন
সন্ধানে যাওয়া, সেটা এক পথ
কৃতকার্যের, সুযোগ কতটা!
সেটা হবে, সময়ের অভিমত|


বন্ধন ছাড়া, বাঁচা কি যায় না!
অনেকেই করে, বন্ধন ছিন্ন
দৃঢ় বন্ধনও, হয় তো শিথিল
বন্ধনে বেঁধে, কে হবে ভিন্ন!


ধরোনা জড়িয়ে, তুমি ভালবেসে
বেঁধোনা কিন্তু, হবোনা কয়েদী
ভালবাসা নিয়ে, থাকবোও পাশে
দুজনে গড়ব, ভালবাসা নদী|


কেন বন্ধন!!!