//কেনা কল্পনা//


প্রথমে কিনব কিছু আলোচনা
তারপর কিনে নেব আয়োজন
আলোচনা আর আয়োজন দিয়ে
যত্নে জড়াবো আমি অভিবাদন।


দোকানদারের চাপ এসে গেল
সে চায় বিক্রী করতে আবেশ
আবেশ কিনলে, স্পর্শ তো চাই
দুটোতেই হলো অর্থ নিবেশ।


কেনা, শুধু কেনা, কিনেই চলেছি
চাল ডাল তেল নুন ইত্যাদি
কখনো তো কিনি ডিম মাছ মাংস
আয় করে করে পয়সা ধ্বংস।


ভাবছি এবার কিনি এক নদী
কিনে নেব নদী পথ পশ্চাতে
দীর্ঘ নদীর পথ ধরে ধরে
তরী বেয়ে যাব সেই মোহনাতে।


কিনেও রেখেছি কিছু ভালবাসা
তবে উপভোগ করতে পারিনি
বোধহয় কেনায় ভুল হয়ে গেছে
সস্তা খুঁজেছি, বুঝতে পারিনি।


অনেক দিনের কেনার ইচ্ছা
একটি ভাবনা, যেটা কারো নেই
দোকান বাজার সন্ধান করে
মন দমে গেছে ব্যর্থ হয়েই।


কিনতে চেয়েছি অনেক ডিগ্রী
সব না হলেও, অল্প কিনেছি
কোনোটাই কাজে লাগাতে পারিনি
যা কিনেছি সব নকল বুঝেছি।


প্রতিদিন কিনে আমি হয়রান
কেনায় দিয়েছি স্থায়ী বিশ্রাম
দু-এক দিনেই বিশ্রাম শেষ
বুঝেছি, আমার কিনেই আরাম।


সুবীর সেনগুপ্ত