//কেন চাই অতিরিক্ত!//


অতিরিক্ত বিরক্তি
হয়ে গেলে সত্যি
মনে জেগে উঠবে আসক্তি...
আসক্তি মানে নেশা
নেশার থেকেই পেশা
মন ভুলে যাবে কী যে ভক্তি।


অতিরিক্ত অবসাদ
হয়ে যাক মিথ্যে
তবে কাজে পাওয়া যাবে স্বাদ...
স্বাদ হলো তৃপ্তি
তৃপ্তি সন্তুষ্টি
অবসাদ দূরে গিয়ে আহ্লাদ।


অতিরিক্ত ধূর্ততা
মানা হলে ন্যায্য
ধীরে ধীরে তাই হবে অন্বর্থ...
অন্বর্থে স্বান্তনা
স্বান্তনা বাহানা
শঠতাই হয়ে যাবে যথার্থ।


অতিরিক্ত আনন্দ
ভাবলেই অধিকার
অধিকারে দেখা দেবে গহ্বর...
গহ্বরে নেই আলো
আলোহীন সব কালো
আনন্দ চলে যাবে তৎপর।


অতিরিক্ত প্রতর্ক
বিশ্বাসে হলে ঠিক
হতে হবে নির্বোধ নিশ্চিত...
নির্বোধ পরিচয়ে
ভাবনাশূন্য নায়ে
চলতে চলতে পথে শুধু রোধ।


অতিরিক্ত কী যে ভালো
ঠিক করা মুশকিল
অতিরিক্ত দূরে রাখি তাই...
অল্প মেনেছি ভালো
অল্পই অভ্যাসে
আশা সব হয়ে যায় পূর্ণই।


সুবীর সেনগুপ্ত



সুবীর সেনগুপ্ত