//কেন হবে প্রতি পদে প্রতিযোগীতা//


প্রতিযোগীতার বসে গেছে মেলা
না না কোনো ময়দানে নয়
আজকের দিনে প্রতিযোগীতার
স্থান হলো প্রতি জায়গায়।


কেউ না হারলে, কেউ জিতবে না
এ তো সাধারণ ইঙ্গিত
একা একা খেলা হতে কী পারে না!
হলে, থাকবে না হার জিত।


স্কুল ও কলেজে, চাকরী জগতে
প্রতিযোগিতার চল
খেলার জগতে ভীষণই স্পষ্ট
চলছে অনর্গল।


নিয়মের মাঝে যে প্রতিযোগীতা
বুঝতে হয় না কষ্ট
যেখানে হয়নি পরিকল্পনা
টক্করে সবই নষ্ট।


বাস এলে উঠবার ঠেলাঠেলি
বলব কী প্রতিযোগীতা!
রেল এর টিকিট কাটতে গিয়েও
প্রতিযোগীতার বার্তা।


উপহার দিয়ে ভাবনা কী আসে
কার উপহার দামী!
যদি আসে, তবে আমি তো বলব
পাল্লারই অনুগামী।


সেবা কর্মে কী হয় প্রতিযোগীতা!
হয়ত কোথাও হয়
এটা যদি হতো সব জায়গায়
করা যেত সব মন জয়


জিনিস কিনব, প্রতিযোগী নই
তুলনা কেন যে করি!
অবচেতনে কী একটা ভাবনা
প্রতিযোগীতায় ধরি!


বৃদ্ধ পিতা বা মাতা অসুস্থ
কোন সন্তান দেখবে!
এই কারণে যে প্রতিযোগীতা
এক উদাহরণ হবে।


পদে পদে আর প্রত্যেক কাজে
কেন হবে প্রতিযোগীতা!
এর থেকে সরে আসতেই হবে
নইলে তো অসুবিধা।


সুবীর সেনগুপ্ত