//কেন হলে পলাতক!//


জানিয়েছ, তাই জানা হয়ে গেছে
আজ তুমি পলাতক
কেন জড়িয়েছ এই বিশেষণে
জানাওনি সেই ছক।


কার চোখে তুমি আজ পলাতক!
সমাজের চোখে নয়
তুমি যে এখনো এই সমাজেই
সুলক্ষিত পরিচয়।


পলাতক তুমি, নও যাযাবর
ছাড়োনি আড়ম্বর
যে সমাজে আমি, সেখানেই তুমি
নেই কোনো অন্তর।


নিজ জীবনের কে হবে মালিক
সহজ সরল জ্ঞান
চোখ বুজে আর কানে তুলো গুঁজে
চলা তো হবেই ম্লান।


ধরেছ গড়েছ করেছ সহায়
তুমিই তোমার বিচার
সেই বিচারের সাথে সাথ দিয়ে
খুলেছ নতুন দ্বার।


এক স্থান থেকে করে পলায়ন
আর এক স্থান আলিঙ্গন
তাও তুমি পলাতক সংজ্ঞায়
না থাকলেও আলোড়ন।


কারো কাছে শুধু তুমি পলাতক
জনতার কাছে নয়
আমি জানলেও তুমি পলাতক
দিচ্ছি না আমি সায়।


পলাতক হয়ে ভোলাতে পারোনি
লিখতে করেছ বাধ্য
তবে ভালো থেকো, এই তো কামনা
এতটুকু নই ক্ষুব্ধ।


সুবীর সেনগুপ্ত