কেন অপেক্ষা করাব কাউকে!
কেন উপেক্ষা করব কাউকে!
এই অধিকার আছে কি আমার!
অধিকার নেই, আমার বিচার।


আমার বিচার হলে তো হবেনা
সবার বিচার জানা প্রয়োজন
সবাই মানলে আমার মতন
অপেক্ষারও হবে অবসান।


কেন অপেক্ষা করাতেই হবে!
এটা তো শাস্তি, কেন নেই ভাবে!
যে অপেক্ষা করাতেই থাকে
এটা তার দোষ, মানবে এটাকে!


যে অপেক্ষা করতেই থাকে
সে কি ভেবেছিল, এটা মন থেকে!
তার সময়ের অপচয় হলো
মানসিক ভাবে প্রতারিত হলো।


ভাবতেই পারে অপেক্ষা করে
এ তো উপেক্ষা, যে কোনো বিচারে
কি করা উচিৎ সেই মুহূর্তে!
দিশাহারা মন পারেনা বুঝতে।


সময় পেরিয়ে যায় অবিরত
প্রতিটি ক্ষণেই আশা হয় হত
নির্ণয়ে যেতে পারেনা তো মন
নষ্টই হয় আরো আরো ক্ষণ।


অপেক্ষা নয় ছোট এক ভুল
এ এমন ভুল, ধোকা সমতুল
যদি ভাবো পাপ, ভাবতেই পারো
যে করেছে ভুল, তাকে চেপে ধরো।


যে যেমন হয়ে আছে পৃথিবীতে
সন্মান, সে তো করবে দাবীতে
মানবিকতার এটাই তো পাঠ
উপেক্ষা করে মিটবে কি সাধ!