শুধু প্রতীক্ষা, আর তো ভাবনা
সে কি আসবে, নাকি আসবে না
অপেক্ষাটাই হয়ে যায় কাজ
করতে করতে গরম মেজাজ।


কীসের জন্য করা প্রতীক্ষা!
এ কি জীবনের এক পরীক্ষা!
ঘরেতে,বাগানে, বাড়ী থেকে দূরে
প্রতীক্ষাতেই দিন যায় সরে।


করতে তো হয় রোজ প্রতীক্ষা
এর থেকে কিছু পাই কি শিক্ষা!
ভাবি, আগামীতে সব বদলাবে
আর প্রতীক্ষা দূরে চলে যাবে।


ইচ্ছেপূরণ হয় না কিছুতে
আসে প্রতীক্ষা নতুন দিনেতে
এ যেন ফল্গুধারার মতো
প্রতীক্ষা যোগ ছড়ানো না যায়।


কিছু প্রতীক্ষা নিয়মের, তাই
সেখানে রাগের থাকেনা বালাই
নালিশের কোনো প্রশ্ন ওঠে না
প্রতীক্ষা করে ক্লান্ত হই না।


'সুখ প্রতীক্ষা' সকলেই চায়
সেই প্রতীক্ষা মধুর সানাই
ধন এর জন্য করা প্রতীক্ষা
দীর্ঘ হলেও, কোনো ক্ষতি নেই।


প্রকৃত কারণে যত প্রতীক্ষা
সেই প্রতীক্ষা দেয় না ধাক্কা
অকারণ হলে, ক্রোধের কারণ
হতে পারে হিংসার আগমন।


করতেই যদি হয় প্রতীক্ষা
করতেই হবে, নয় তো ভিক্ষা
তৈরী করতে হবে মনটাকে
মনটাই দেবে রাগটাকে ঢেকে।