যত প্রয়োজন ছিল ফুরিয়েছে
বেড়ে গেছে পরিজন
স্বাভাবিক ভাবে এটাই তো হয়
সব হয় পরিবর্তন|


হাঁটার আগেই প্রয়োজন শেখা
ক্ষণে ক্ষণে  পরিবর্ধন
এই সময়ের প্রয়োজনগুলো
পরে হয় নিষ্প্রয়োজন|


প্রয়োজন আছে তাই তো চলছে
জীবনের পালা-গান
প্রয়োজনহীন বাঁচা হল এক
থেমে থাকা এক যান|


কম বেশী হতে পারে প্রয়োজন
তাতে আপত্তি চলে না
যার প্রয়োজন তারই দ্বায়িত্ব
প্রয়োজন ধরে আনা|


কেন প্রয়োজন! প্রশ্ন হয় না
এটাকি প্রেরণা নয়!
প্রয়োজন সব পেতে পেতেই তো
জীবনটা চলে যায়|


কিছু প্রয়োজন অবাধেই আসে
ভাবনায় নেই স্থান
সেগুলো মেটানো অতি কষ্টের
সেগুলোই পায় মান|


প্রয়োজন বাড়ে, বাড়তেই থাকে
কমতে থাকে সময়
ভোগ হয় না তো প্রয়োজনগুলো
আড়ালেই পড়ে রয়|


প্রয়োজন হল আবিষ্কারের
প্রথম পদক্ষেপ
নতুন আবিষ্কারের মাঝেই  
লুকিয়েও থাকে আক্ষেপ|


শিখিয়ে কি দেওয়া যায় প্রয়োজন!
নিজেকে বুঝতে হয়
ঠিক যদি হয় উপলব্ধিটা
খুশীর প্লাবন বহে যায়|