//খেলা ও জীবন সম্পূণই আলাদা//


খেলায় হেরেছি, জীবনের হার নয়
আবার খেলব, দেখব তখন কী হয়!
খেলায় হেরেছি, দিয়েই খেলায় যোগ
না জিতলেও, পেয়েছি শেখার সুযোগ।


মানতে পারিনা জীবনের হার জিৎ
জীবনের আছে কেবল একটি ভিত
সেই ভিত গড়ে ওঠে শুধু কাজ দিয়ে
সেখানে আসেনা হার জিৎ ধেয়ে ধেয়ে।


অনেক অনেক খেলার গঠন হয়েছে
খেলতে খেলতে মানুষ জিতেছে হেরেছে
কাউকে পাবেনা যে কেবল জিতে গেছে
সর্বদা হেরে কেউ কি বিষাদে রয়েছে!


হারুক জিতুক, তাতে কিবা আসে যায়
জীবন থাকবে জীবনের জায়গায়
পাশাপাশি থেকে খেলা ও জীবন চলবে
জীবনের চলা, শুধু স্বতন্ত্রতায়।


খেলা ও জীবন সম্পূর্ণই আলাদা
কিন্তু আসেই দুটোতেই বহু বাধা।
দুটোতেই বাধা, এটাই কি তুলনা!
এই তুলনায় রঙ নেই সব কালো সাদা।


ক্ষুদ্রের থেকে ক্ষুদ্র যে কাজ জীবনে
ঋদ্ধি হবেই জীবন তার অবদানে
যদি ভেবে নিই কোনো কাজ এক খেলা
উচিৎ লক্ষ্য, কাজ শেষ করে ফেলা।


জীবন থাকলে, এসে যাবে বহু খেলা
আর না থাকলে, কোথায় খেলার মেলা!
খেলা অক্ষম আনতে জীবন ভূবনে
খেলায় অংশ না নিলেও খুশী জীবনে।


সুবীর সেনগুপ্ত