//খণ্ডিত আনন্দ নয় কাঙ্খিত//


মনে যে যে আনন্দ, হয়ে গেলে খণ্ডিত
পরিণত হবে নিরানন্দে
ভাগ ভাগ আনন্দে থাকে কিছু দ্বন্দ
উঁচু নীচু হয়ে যায় ছন্দে।


অগ্রিমে আনন্দ অনেকেরই পছন্দ
পরে হতে পারে নাকি বন্ধ!
কারণে আনন্দ সকলেরই পছন্দ
আনন্দে প্রসন্নতা অত্যন্ত।


বরষায় আনন্দ, খরা অতি মন্দ
লেখা আছে অনেক প্রবন্ধ
সুখে যত আনন্দ, দুখে সবই বন্ধ
বাধাগুলো হয় প্রতিবন্ধ।


সতত আনন্দ হলো, পুরোপুরি আনন্দ
এই আনন্দ নয় অন্ধ
ক্ষণস্থায়ী আনন্দ আর স্থায়ী আনন্দ
নিশ্চিত নেব স্থায়ী আনন্দ।


অনুক্ষণ আনন্দ, আসল আনন্দ
বুঝে গেলে ভারহীন স্কন্ধ
তা না হলে আনন্দ ক্ষণে ক্ষণে অন্ধ
শেষ উপায় হবে অণুবন্ধ।


সুবীর সেনগুপ্ত