//খোঁজার পুনরাবৃত্তি চাই না//


আজকে খুঁজব, কালকে খুঁজব
দুই দিন পরে আবার খুঁজব
কী খুঁজব, সেই সব জানব
জানার পরেই খোঁজায় নামব।


দিনের আলোয় তপন খুঁজব
রাতের কালোয় স্বপন খুঁজব
অনেক অনেক আসন খুঁজব
আসন পাওয়ার আশায় থাকব।


যেটাই চাইছি, সেটাই খুঁজব
কী যে খুঁজব না সেটাও বুঝব
খুঁজতে খুঁজতে দিন চলে যাবে
ফল কিছু পাব, কিংবা না-পাব।


খুঁজতে শিখেছি, শেখানো হয়েছে
খোঁজা প্রয়োজনে, জানানো হয়েছে
খোঁজা কতক্ষণ! কেউ তো বলেনি
নিজেকেই ঠিক করতে হয়েছে।


হারালে খুঁজব, হারিয়ে খুঁজব
কেন বারবার হারাতে থাকব!
সেটাই আজকে বলতে চাইছি
হারাব না কিছু, তাই তো ভাবব।


ব্যস্ত জীবন হারাতেই থাকে
হারিয়ে গেলেই খোঁজার বিপাকে
খোঁজায় সফল, বা অসফল
শিখতে কী পারি কিছু এর থেকে!


হারাব না কিছু, ভাবতেই পারি
শুধু ভেবেই কী হারাবে না হরি!
যা সকল প্রিয়, হরির আসনে
না হারায় তার চেষ্টাও করি।


এই প্রয়াসের সুফল পেয়েছি
খোঁজা এক কাজ, ছাড়তে পেরেছি
এখন যা খুঁজি, তাতে শুধু জ্ঞান
এই খোঁজাতেই হর্ষ পেয়েছি।


সুবীর সেনগুপ্ত