খরস্রোতা নদী তুমি নও
স্বতঃ প্রবাহিত নির্মল ধারা
তোমাতেই আমি, করেছি অবগাহন...
আর কোনো ধারা দৃষ্টিতে নেই
তোমাতেই ডুবে, আমি আবরিত
পান করে করে, তৃপ্ত আমার মন|


খরস্রোতা যদি হয়ে যাও
হও না এখন, নেই আক্ষেপ
তোমাতেই আমি, এখন বর্তমান...
দুর্বার গতি যদিও এখন
তবুও হবে না ছিন্ন, বাঁধন
মিশেই রয়েছি, এক সাথে অভিযান|


খরস্রোতা হবেই কি করে!
হওনি তেমন এতদিন ধরে
আজ হয়ে গেলে, করার কিচ্ছু নেই...
খরস্রোতার কোলেই ভাসব
এই আদরের মানও রাখব
অনাগত কাল, থাকুক অজানাই|


খরস্রোতা হও বা না হও
অস্তিত্বকে স্বীকার করেছি
তোমার স্পর্শে, আমি তো উৎসাহিত...
তুলনাবিহীন এ এক সূত্র
যাতে নেই কোনো, নাম বা গোত্র
এ আলিঙ্গন মুখ্য, তা অবহিত|


খড়স্রোতাকে ভাল-যে-বেসেছি
এ ভালবাসায় 'তথাপি' কোথায়!
পবিত্রতার, এ এক নিদর্শন...
এ অঙ্গীকার. কভু হারাবে না
এ যে সম্পদ, নিখাদ গয়না
এতেই জীবন, করেছি সমর্পণ|


খরস্রোতা কোলেই ভাসব|