একটা শপথ, মনে হলো যেই মিথ্যে
স্মৃতিতে সেটার, কি করেই হবে স্থান!
সেই শপথের, ফল নিয়ে নেই ভাবনা
যদি আসে ফল, সে কি নয় বেশী সন্মান!


যে শপথটা, করে মনটাকে শান্ত
সে শপথ, এই মনে বেঁধে নেয় বাসা
এই শপথের, ফল এসে যাবে নিশ্চিত
উৎকণ্ঠায়, হয় না তো মন ঠাসা|


শপথ কি হবে, অঙ্গীকারেই বদ্ধ!
যদি তাই হয়, কেনই করা শপথ!
সে করে শপথ, যাকে বিশ্বাস ছেড়েছে
শপথ করেই, বোঝাতে চাইবে মত|


কাজ একেলার, কাজ অনেকের সঙ্গে
অনেকের সাথে, মানে বিশ্বাস বিতরণ
সেটা হারালেই, অবিশ্বাসের তাড়না
তখনই তো হয়, শপথের আগমন|


যদি বলো নেই, শপথের প্রয়োজন
আমিও বলবো, সেই কথাটাই, জানো!
অবিশ্বাসের, চাই না তো হতে ভাগী
খুলব না পথ, শপথেরও কখনো|


যে কথা বলব, তাতে থাকবে না মিথ্যে
থাকবে না তাতে, ইচ্ছাকৃত কোনো ভুল
বলা কথাটাই, পরিণত হবে কাজে
ফোটাতে হবে না, শপথের কোনো ফুল|