আজ চন্দ্রমা বিষাদ মেখেছে
তা নিয়ে কি কারো হয়েছে চিন্তা!
ভাববেই কেন! এটাই নিয়ম
এ নয় প্রথম এমন দিনটা|


বিষাদ মেখেই চন্দ্রমা কালো
দিচ্ছে না তাই জ্যোৎস্না কিরণ
কেন এ বিষাদ! না হলে কি নয়!
এই বিষাদের কারণ তপন|


চন্দ্রমা দেয় জ্যোৎস্না কিরণ
এ আলো কি তার নিজের সৃষ্টি
চন্দ্রমা অসহায়, তা তো জানি
তপন কিরণে জ্যোৎস্না বৃষ্টি|


বিষাদের হেতু যেমন তপন
সেই এক রবি খুশীর কারণ
মাসে একবার পূর্ণ বিষাদ
পূর্ণ খুশীর একবারই স্বাদ|


এই নিয়মের হেরফের নেই
কত পুরাতন, তাও অজানাই
বিষাদ, খুশীর লুকোচুরি খেলা
পারবে করতে কেউ অবহেলা!


কে গড়েছে মাটি, হওয়া আর জল!
নিখুঁত তপন আলো ঝলমল
চন্দ্রমা, তপনের সংসারে
থাকবে আলোতে, থাকবে আঁধারে|


নেই চিন্তার কোনোই কারণ
পাল্টে যাবে না এই সমীকরণ
বংশের পরে বংশ আসছে
একই জ্ঞান নিয়ে ভুবন ছাড়ছে|


চন্দ্রমা নয় ছোট এক গ্রহ
নাম তো কিনেছে, হয়ে উপগ্রহ
অমাবস্যার দিনটা বিষাদ
হলেও তো পায় বিশেষের স্বাদ|


বিষাদ আসবে, এসে চলে যাবে
খুশীর আমেজ চন্দ্রমা পাবে
আবর্তনের মাঝে এই ধারা
কেন এই ধারা! ভেবে দিশাহারা|