খ্যাতির সোপান, প্রলোভন নাকি!
                 ।।সুবীর সেনগুপ্ত।।


খ্যাতির সোপান, পাইনি তো খুঁজে
বাঁচার সোপান পেয়েছি...
আমার মতন, কোটি কোটি লোক
এই সোপানেই চড়েছি।


খ্যাতির সোপান, সংখ্যায় কম
তাই খুঁজে পাওয়া ভার...
যদিও বা পাই, চড়তে পারি না
উৎসাহ নয় দূর্বার।


বাঁচার গণিতে, খ্যাতি কতটুকু
হিসাব কি কেউ করেছে!
খ্যাতিহীন বাঁচা, বেঁচে বেঁচে লোক
বেশ পরলোকে গিয়েছে।


খ্যাতির সোপান, জীবনের মান
অনেকেই মানে জীবনে...
'খ্যাতি দূরে থাক, না আসুক ডাক'
আশা অনেকের পরানে।


খ্যাতি হলে, নাম জানবে সকলে
মনে মনে প্রত্যাশা এই...
এখন খ্যাতিতে, পরে খ্যাতিহীন
জীবনে দ্বন্দ ভরবেই।


খ্যাতির সোপান, এক প্রলোভন
এটাই আমার ভাবনা...
আমি জানি, এই ভাবনা বেঠিক
সব খ্যাতি প্রলোভন না।


আশাহীন থেকে, খ্যাতি যদি আসে
সে খ্যাতিতে নির্মল স্নান...
এ খ্যাতি আসুক, সবার জীবনে
এর জ্যোতি শুধু অম্লান।