কি যে উন্নতি আর অবনতি
সব জুড়ে গেছে সুখের সঙ্গে
ভুলে গেছি সুখ হাসবে খেলবে
সুস্থ শরীরে নাচবে অঙ্গে|


জীবন ধারায় পরিবর্তন
হতে থাকা নয় কোনো অঘটন
তাই বাহানাতে ক্ষনে ক্ষনে যাওয়া
জটিল হয়েই যাচ্ছে জীবন|


অজানাকে জানা উত্তম কাজ
না হওয়ার কোনো কারণ নেই তো
নতুন কিছুর অনুসন্ধান
তাতেও মানুষ সদাই ব্যস্ত|


নিশ্চল হতে পারেনা জীবন
চাইছে অগ্রগতির সোপান
এই সত্যকে নিয়েই মানুষ
বাড়িয়ে চলেছে উন্নতি মান|


উন্নতি হলো সীমাহীন পথ
শুরু হয়েছিল, শেষ নেই যার
চলার বেগকে বাড়িয়ে কমিয়ে
উন্নতি হয়ে গেছে কারবার|


ঝাঁকে ঝাঁকে ছুটে আসে প্রলোভন
তাতে ভরা আছে কৃত্রিম সুখ
না ভেবেই করি জীবনের সাথী
সেই প্রলোভন হয়ে যায় দুখ|


জীবন হয়েছে, এক প্রকরণে
জীবন চলছে, প্রকৃতির দানে
জীবন থাকবে, নাকি থাকবে না
জীবনের উন্নতি কি তা জানে!